Skip to main content
 

মেহেরপুর জেলার বিচার বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস

আমাদের কথা

মেহেরপুর জেলার পরিচিতি ও সংক্ষিপ্ত ইতিহাস

মেহেরপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুলনা বিভাগের একটি ঐতিহাসিক জেলা। আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রাথমিক সাক্ষী এই মেহেরপুর জেলা। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকার তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে। ২৬ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুর কে স্বতন্ত্র জেলার মর্যাদা দেওয়া হয়। মেহেরপুর জেলার ঐতিহাসিক ও প্রাচীন স্থানসমূহের মধ্যে আছে মুজিবনগর স্মৃতিসৌধ, মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ, আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন, আম ঝুপি নীলকুঠি, ভাটপাড়া নীলকুটি, কালা চাঁদপুর সাহা ভালাই এর দরগা, পৌর ঈদ গা,সিদ্ধেশ্বরী কালী মন্দির, স্বামী নিগমানন্দ সরস্বতী আশ্রম,ভবানন্দ  মন্দির সহ আরো চিত্রকর্ষণ ঐতিহাসিক স্থাপত্য।

মেহেরপুর জেলার নামকরন

ঐতিহাসিক কুমুদনাথ মল্লিকের মতে, কেহ কেহ এই স্থানটিকে মিহির খনার বাসস্থান বলেও নির্দেশ করেন এবং মিহিরের নাম হইতে মিহিরপুর অপভ্রংশে মেহেরপুর কল্পনা করা হয়। নামকরণ সম্পর্কে আরেকটা ধারণাও আছে। কারো কারো মতে ১৬ শতাব্দীর একজন দরবেশ মেহের আলী শাহের নামে এ অঞ্চলের নামকরণ হয়েছে।

মেহেরপুর আদালতের ইতিহাস

পূর্বে মেহেরপুর জেলায় শুধু মুন্সেফ কোর্ট ছিল যা মেহেরপুর জেলায় সাবেক সাব রেজিস্ট্রি অফিস রুমে অবস্থিত ছিল। পূর্বে মেহেরপুর কুষ্টিয়া জেলার মহকুমা হাওয়ায় সার্বিক বিচার কার্যক্রম কুষ্টিয়া জেলায় পরিচালিত হতো। পরবরতীতে ১৯৮৫ সালে মেহেরপুর জেলা ও দায়রা জজ কোর্ট প্রতিষ্ঠিত হয় এবং উক্ত সাবেক সাব রেজিস্ট্রি অফিস কক্ষে আদালতের কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে মেহেরপুর শহরের মধ্যে পাগলা বাড়ি নামে পরিচিত জায়গাটি বাংলাদেশ সরকার অধিগ্রহণ করতঃ মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের জন্য বরাদ্দ দেন এবং উক্ত জমিতেই ১৯৯৬-১৯৯৭ সালে বর্তমান জেলা ও দায়রা জজ আদালতের ৩ তলা বিশিষ্ট ভবনটি  নির্মিত হয়।

 

কোর্ট অবকাঠামো

মেহেরপুর জেলা ও দায়রা জজ কোর্টটি ৩ তলা বিশিষ্ট। যার নীচ তলায় রেকর্ড রুম, নকলখানা, লাইব্রেরী, এ্যাকাউন্ট অফিস, সেরেস্তাখানা সহ আছে ১টি নামাজঘর যেখানে আদালতের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবীসহ বিচারপ্রার্থীরা নামাজ আদায় করেন। এছাড়াও নীচ তলায় সামনের অংশের খোলা জায়গায় গাড়ী পার্কিংযের সুব্যবস্থা আছে। মেহেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থাকলেও আলাদা কোনো বিল্ডিং না থাকায় জেলা জজ আদালতের বিল্ডিং এর ২য় এবং ৩ য় তলায় জেলা জজ আদালতের এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও ১ টি কন্ফারেন্স রুমসহ কোর্ট বিল্ডিং এর ২য় তলায় একটি ব্রেস্ট ফিডিং কর্নার আছে।

 

জেলা ও দায়রা জজ কোর্ট

মেহেরপুর জেলার প্রথম জেলা ও দায়রা জজ ছিলেন জনাব মোঃ কামাল উদ্দীন। তিনি ১৫ জুন, ১৯৮৯ খ্রি তারিখে মেহেরপুর জেলার প্রথম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। বর্তমান জেলা ও দায়রা জজ জনাব মোঃ শহীদুল্লাহ। বর্তমানে জেলা ও দায়রা জজ কোর্টসহ ১ টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ কোর্ট, ২টি যুগ্ম জেলা ও দায়রা জজ কোর্ট, ১টি সিনিয়র সহকারী জজ কোর্ট এবং  ১টি সহকারী জজ কোর্ট বিদ্যমান আছে। বর্তমানে জজ কোর্টে ৬ জন বিচারকসহ মোট ৫৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালিত হচ্ছে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম।

ম্যাজিস্ট্রেট কোর্ট

১ নভেম্বর, ২০০৭ খ্রি তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কার্যক্রম শুরু হয়। প্রথম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন বেগম মাহাফুজা রহমান। বতর্মান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আবুবকর সিদ্দিকব। বর্তমানে মেহেরপুরে ১টি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ২টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ২টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। বর্তমানে ৫ জন জুডিসিয়াল অফিসারসহ মোট ৪৯ জন কর্মকর্তা, কর্মচারী নিয়ে পরিচালিত হচ্ছে মেহেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালত

বর্তমানে মেহেরপুরে ১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে এবং একই সাথে একটি শিশু কোর্ট ও আছে। এটি ২০১৮ সালে স্থাপিত হয়। বর্তমানে জনাব মোঃ তৌহিদুজ্জামান (বিজ্ঞ জেলা ও দায়রা জজ) এর বিচারক হিসাবে নিয়োজিত আছেন।

জেলা লিগ্যাল এইড অফিস

মেহেরপুর জেলায় ১টি লিগ্যাল এইড অফিস আছে।বর্তমানে জনাব মোঃ সেলিম রেজা(সিনিয়র সহকারী জজ) জেলা লিগ্যাল এইড অফিসার হিসাবে সাফল্যের সাথে লিগ্যাল এইডের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন।মেহেরপুরে প্রতি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন N.G.O কর্মকর্তা,প্যানেল আইনজীবী, বিচারিক সকল কর্মকর্তা সহ লিগ্যাল এইড কর্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যাক্তিদের নিয়ে জেলা লিগ্যাল এইডের সফলতা,প্রতিবন্ধকতা,লিগ্যাল এইডের কার্যক্রম সম্প্রসারণ সহ করনীয় বিষয় নিয়ে জেলা লিগ্যাল এইড অফিসার কর্তৃক নিয়মিত ভাবে সভার কার্যক্রম অব্যাহত আছে।

জেলা বার এসোসিয়েসন

মেহেরপুর জেলা জজ আদালতের বার এসোসিয়েসন একটি ঐতিহ্যবাহী বার। ১৯১৪ সালে প্রথম আইনজীবী ভবন উদ্বোধন হয়।বর্তমানে ২টি ভবন সহ আরো ১টি নির্মাণাধীন আইনজীবী ভবন রয়েছে। বর্তমানে মেহেরপুর বারে নিবন্ধিত আইনজীবীর সংখ্যা ১২৬ জন এবং জেলা বারের সভাপতি জনাব মারুফ আহাম্মদ (বিজন) এবং সম্পাদক জনাব এ কে এম জিল্লুর রহমান।

 

সংকলনেঃ বেগম বর্ণালী রানী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সম্পাদনায়ঃ জনাব এস, এম, শরিয়ত উল্লাহ্‌, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সহযোগিতায়ঃ জনাব বেল্লাল হোসেন, সিনিয়র সহকারী জজ এবং এইচ, এম কবির হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ।